আইফোনে ইমু খোলার নিয়ম 2023

আইফোনে ইমু খোলার নিয়ম ২০২৩

আমাদের মধ্যে অনেকেই আছি যারা আইফোনে ইমু খোলার নিয়ম ঠিক জানি না,কারন এই সমস্যা টি বিশেষ করে যারা নতুন আইফোন ব্যবহার করি,তাদের জন্য হয়ে থাকে।

কারন আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে প্রায় ৭০% ই ইমু ব্যবহার করে ,কিন্তু আমরা যখন নতুন ডিভাইস হিসাবে আইফোন ব্যবহার করি তখন কিভাবে আমাদের কাংখিত ইমু টিকে সঠিক ব্যবহার করা এটি আমাদের জানা উচিৎ।

{tocify} $title={এক নজরে দেখুন}

তো বন্ধুরা সবাই কেমন আছেন, আপনি যদি একজন নতুন আইফোন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আজকের এই বিস্তারিত পোষ্ট টি আপনার জন্য। কারন আজকের এই বিস্তারিত আর্টিকেল থেকে আমরা জানবো কিভাবে আইফোনে ইমু খোলার নিয়ম 2023 এর বিষয়ে।

আইফোনে ইমু খোলার নিয়ম 2021

আর আপনি এই আর্টিকেল থেকেও আশা করছি উপকৃত হবেন কারন উল্লেখ্য যে আপনি একদম আইফোনে ইমু ব্যবহার করার বিষয়ে লেখা সঠিক স্থানে এসেছেন।

আরো দেখুনঃ ম দিয়ে ছেলেদের ইসলামিক নাম{alertInfo}

 

আইফোনে ইমু কিভাবে খুলবেন?

আইফোনের অ্যাপ স্টোরে যে ইমুটি অর্থাৎ Imo Hd যা দিয়ে কেবল United States এর নাম্বার দিয়েই ইমু ওপেন করা যায় ।

কিন্তু বাংলাদেশি নাম্বার বা অন্যান্য নাম্বার দিয়ে ইমু খুলতে হলে অবশ্যই আপনাকে ইমু জেনারেল টা লাগবে। তাহলে চলুন কিভাবে বাংলাদেশী নাম্বার দিয়ে আইফোনে ইমু খোলার নিয়ম জেনে নেওয়া যাক।

বাংলাদেশ থেকে আইফোনে ইমু একাউন্ট -


প্রথমেই আপনাকে আপনার আইফোনের Location Service টা অফ করতে হবে। তার জন্য সেটিংস এ গিয়ে Privacy অপশনে ক্লিক করলেই Location Service নামের একটা জিনিস পাবেন যেটা অন থাকলে আপনারা অফ করে দিবেন।

এই অপশনের নিচে আরেকটা লেখা পাবেন Share Location যা অন থাকলে আপনি সেটাকেও অফ করে দিবেন।
 
এখন আমাদের অ্যাপেল আইডি চেঞ্জ করতে হবে। সো তারজন্য আবারো চলে যাবেন সেটিংস এ।  তারপর উপরে অ্যাপেল আইডি প্রোফাইলে ক্লিক করবেন। 

আইফোনে ইমু খোলার নিয়ম 2021



তারপর নতুন একটি পেজ ওপেন হবে। সেখানে দেখতে পারবেন iTunes & App Store নামের একটা অপশন আছে সেটা ওপেন করবেন। তখন উপরে দেখতে পারবেন যে আপনার অ্যাপেল আইডী টি শো হচ্ছে।  সো আপনি উপরে আপনার অ্যাপেল আইডি টিতে ক্লিক করবেন।

তখন আপনার সামনে অনেক গুলো অপশন আসবে সেখানে দেখতে পারবেন View Apple Id একটা অপশন পাবেন। 

View Apple ID তে ক্লিক করার পর একাউন্ট সেটিংস পেজে নিয়ে যাবে সেখান থেকে Country / Region এ ক্লিক করবেন। তারপর Change Country Or Region এ ক্লিক করবেন। নিচের ছবিটি খেয়াল করুন -

আইফোনে ইমু খোলার নিয়ম 2021

তখন দেখতে পারবেন আপনার সামনে অনেকগুলো দেশের নাম আসবে। সেখান থেকে আপনাকে United Kingdom টি সিলেক্ট করতে হবে।

স্ক্রল করে নিচে গেলেই United Kingdom অপশন টি পেয়ে যাবেন। United Kingdom সিলেক্ট করার পর উপরে দেখতে পারবেন Agree লেখা আছে সেখান থেকে Agree করে দিবেন। 

তারপর নতুন একটি সেটিংস পেজে আপনাদের নিয়ে যাবে সেখানে দেখতে পারবেন পেমেন্ট অপশন চাইবে তো আপনারা সেটাকে None করে দিবেন।

আরো দেখুন ঃ অরিজিনাল ভিটমেট এর লিংক এখান থেকে{alertWarning}

তারপর নিচে একটি ফর্ম থাকবে সেটা ফিলাপ করতে হবে। আমি আপনাদের যে এড্রেস টি দিব আপনারা সেইম টু সেইম বসাবেন।
এড্রেস ই হলোঃ

  • Country: United kingdom
  • Street: 73 Park Terrace
  • City: Gelly
  • Zip: SA668SL
  • Phone: 070 32769370

এইখানে যেমন যেমন দেওা আছে আপনারা সেইম টূ সেইম ই দিবেন এতে করে আপনাদেরই ভালো হবে।  আপনারা একদম উপরের Street টি পুরন করবেন।

নিচে দুইটি অপশনাল আচে যগুলা দেওয়ার দরকার নেই।

তারপর উপরে Next অপশনে ক্লিক করবেন। Next এ ক্লিক করার পর আপনার অ্যাপেল আইডি টি চেঞ্জ হয়ে যাবে। 

এখন আপনাকে অ্যাপ স্টোরে যেতে হবে তবে তার আগে আপনাকে ফোনটিকে অফ করে আবার অন করতে হবে। অফ না করলেও হয় তবে অনেক সময় হয় না তাই অফ কএ অন করাটা ভালো হবে। 

ফোন টি অফ করে অন করার পর আবার অ্যাপ স্টোর ওপেন করবেন তারপর সার্চ বক্সে সার্চ দিবেন Imo লিখে সার্চ করার পর দেখবেন Imo জেনারেল টাই এসেছে যার মধ্যে আপনি বাংলাদেশী নাম্বার দিয়ে ইমু ওপেন করতে পারবেন।

তো বন্ধুরা এই ছিল আজকের আর্টিকেল যেখানে আমি স্টেপ বাই স্টেপ বুঝানোর চেষ্টা করছি যে কিভাবে আইফোনে ইমু ব্যাবহার করবেন। প্রতিটি স্টেপ সঠিক ভাবে আইফোনে ইমু খোলার নিয়ম পালন করলে আপনিও আইফোনে ইমু খুলতে পারবেন, ধন্যবাদ।


Never Spam Here 📵

Post a Comment (0)
Previous Post Next Post