IP জেনে কি কি করা যায়!

IP জেনে কি কি করা যায়!

IP জেনে কি কি করা যায়!

হ্যাকার আপনার আইপি এড্রেস জানলে কি কি করতে সক্ষম? 

আচ্ছা বলুন তো- আইপি এড্রেস কিন্তু পাসওয়ার্ডের মতো গোপন কিছু না; তারপরেও, অনেকেই তাদের আইপি এড্রেস গোপন রাখতে চায়; এমনকি সেজন্য টাকা দিয়ে VPN ব্যাবহার করতেও কুণ্ঠাবোধ করে না। 

কিন্তু, কেন?

উত্তর- আপনার আইপি এড্রেস জানলে অনেক কিছুই করা সম্ভব। যদিও, ৫/৭ বছর আগে অনেকেই বলতেন- আইপি এড্রেস জানার মাধ্যমে তেমন কিছুই করা সম্ভব না। 

কিন্তু, আজকের অত্যাধুনিক প্রযুক্তির বিশ্বে অনেক কিছুই করা সম্ভব। তাহলে চলুন, জেনে নেই- আপনার আইপি এড্রেস জানলে খারাপ হ্যাকার IP জেনে কি কি করতে পারবে।


IP জেনে কি কি করা যায়!


{tocify} $title={এক নজরে আর্টিকেল}


আইপি এড্রেস কেমন হতে পারে-

  • আপনার পার্সোনাল কম্পিউটারের,
  • আপনার ওয়েবসাইটের।

আমাদের মোবাইল, কম্পিউটার ইত্যাদি ডিভাইসের আইপি এড্রেস কিছু সময় পর পর পরিবর্তন হয়। কিন্তু, ওয়েবসাইটের আইপি এড্রেস পরিবর্তন হয় না।

তাই, ওয়েবসাইটের আইপি এড্রেস জেনে নিয়ে সেই ওয়েবসাইটে কেউ যেনো DDoS আক্রমণ করতে না পারে, সেজন্য Cloudflare ব্যাবহার করা হয়

এর মাধ্যমে ওয়েবসাইটের মূল আইপি এড্রেস (origin IP) গোপন থাকে। কিন্তু, ভেবে দেখুন- ওয়েবসাইটের মুল আইপি এড্রেস জানতে পারলে ওয়েবসাইটে DDoS আক্রমণ করে কতোটা ক্ষতি করা সম্ভব!


IP জেনে কি কি করা যায় সে বিষয়ে বিস্তারিত?

আপনার পার্সোনাল কম্পিউটারের আইপি এড্রেস জানলেও কিন্তু অনেক কিছুই করা সম্ভব।

প্রথমতো, আপনার আইপি এড্রেস scan করার মাধ্যমে আপনার ডিভাইসের vulnerability জেনে নেওয়া সম্ভব। এছাড়া আপনার বর্তমান location জানতে এবং আপনাকে track করতেও আইপি এড্রেস ব্যাবহার করা যাবে।


এমনকি আপনার ইন্টারনেট স্বাধীনতা হরণ করতেও আপনার আইপি এড্রেস জেনে নিয়ে, সেই আইপি এড্রেসকে বিভিন্ন সার্ভিস থেকে block করে দেওয়া সম্ভব।


আবার, একটি রাউটার ব্যাবহার করে আপনার ইন্টারনেটের packet capture করাও সম্ভব। 

আর, বর্তমানে সাইবার অপরাধীরা কম্পিউটার হ্যাক করার পর সেসব কম্পিউটার দিয়ে botnet তৈরি করছে এবং command দিয়ে control করছে।


আইপি এড্রেস জানার মাধ্যমেই এটা সম্ভব হচ্ছে।

আপনি হয়তো জেনে অবাক হবেন- প্রতিনিয়ত সারা বিশ্বের আইপি এড্রেস গুলো scan করা হচ্ছে।


তাই, সাইবার অপরাধীরা যখন কোন নতুন vulnerability -র সন্ধান পায়, তখন আইপি এড্রেস scan করার মাধ্যমেই সেই vulnerability যুক্ত ডিভাইসগুলো খুঁজে বের করে এবং আক্রমণ করে।


আর, FTP কিংবা, SSH এর মতো সার্ভিসের মাধ্যমে আপনার কম্পিউটারে connect হতেও আইপি এড্রেসের প্রয়োজন হয়।


আর, একটু রোমাঞ্চকর কল্পনার জগতে গিয়ে চিন্তা করে দেখুন- পৃথিবীর শক্তিশালী হ্যাকার গ্রুপ এককজনকে আক্রমণ করছে; এমন সময় যাকে আক্রমণ করা হচ্ছে, তার আইপি এড্রেস পরিবর্তন হয়ে গেলো এবং সেই আইপি এড্রেসটি আপনার আইপি এড্রেস হিসেবে set হয়ে গেলো। 


তখন কিন্তু আক্রমণটা আপনার ডিভাইসেই আসবে। যদিও, এটা অনেকটা কাকতালীয়।


কেউ আপনার আইপি এড্রেস জানলেই যে আপনার ডিভাইস হ্যাক হয়ে যাবে, এমনটা বলছি না। তবে, আইপি এড্রেস জানার মাধ্যমে আপনার privacy অল্প হলেও হ্রাস পাবে।{alertInfo}

 

আর, vulnerability -র কারণে হ্যাক হয়েও যেতে পারেন। যারা আইপি এড্রেস গোপন করাকে একদমই তুচ্ছ মনে করেন, তাদের জন্যই আমার এই লেখা,ধন্যবাদ।{alertWarning}

Never Spam Here 📵

Post a Comment (0)
Previous Post Next Post