কীওয়ার্ড ম্যাপিং এসইওতে কতটা গুরুত্বপূর্ণ ?
কীওয়ার্ড ম্যাপিং এসইওতে অনেক বেশি গুরত্ত্ব বহন করে থাকে। কিন্তু একজন নিউবি হিসাবে কীওয়ার্ড কে কিভাবে কাজে লাগাবো আমরা অনেক কিছুই খুব সহজে বুঝতে পারি না। তবে আমি মনে করি যে আপনি যদি একজন ব্লগার কিংবা কনটেন্ট রাইটার হয়ে থাকেন তাহলে অনেক সময় বায়ার আপনার কাছে এসইও ফ্রেন্ডলী কনটেন্ট এর দাবি করে থাকতে পারে।
সে ক্ষেত্রেই কীওয়ার্ড নিয়ে কাজ করতে গেলেই আমাদের বুঝতে হবে আমরা কিভাবে অই কনটেন্ট কে খুব ভালো ভাবে অপ্টিমাইজ করে নিতে পারি। কারন আপনি এগুলা না জানলে খুব বেশি আগাতে পারবেন না।
তাই আসুন আজকের নিবন্ধিত ব্লগ থেকে জেনে নেই কীওয়ার্ড ম্যাপিং কি এবং এটি কিভাবে কাজে লাগে।
{tocify} $title={এক নজরে দেখে নিন}
কীওয়ার্ড ম্যাপিং কি?
গুগল একটি নির্দিষ্ট ইউআরএলকে টার্গেট করে রাঙ্ক করে কিন্তু ঐ ইউআরএলটা নির্দিষ্ট কীওয়ার্ড নিয়েই কনটেন্ট লিখা হয়।
ঐ নির্দিষ্ট কীওয়ার্ডকে সাপোর্ট দেয়ার জন্য ক্লাস্টার কীওয়ার্ড ব্যবহার করা হয়। ক্লাস্টার/সাপোটিভ কীওয়ার্ড ব্যবহার করে হচ্ছে কীওয়ার্ড ম্যাপিং।
কীওয়ার্ড ম্যাপিং এসইওতে কেন গুরুত্বপূর্ণ :
১) যত বেশি ক্লাস্টার/সাপোটিভ কীওয়ার্ড ব্যবহার করা যায় SERP রেজাল্টস এ তত বেশি কীওয়ার্ড ধরার সম্ভাবনা থাকে। যত বেশি কীওয়ার্ড ধরে তত বেশি ট্রাফিক পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
২)কীওয়ার্ড ম্যাপিং এর মধ্যে সার্চ ইঞ্জিন বুঝতে পারে আপনার টার্গেটেড কীওয়ার্ড কোনটি !
৩) সার্চ ইঞ্জিন সার্চ ইন্টেন্স ও সাব-টপিক বুঝতে পারে।
যেসকল সাপোর্টটিভ কীওয়ার্ড SERP রেজাল্টস বেশ ভালো করে;
- What is [topic]
- Define [topic]
- [Topic] definition
- The goal of [topic]
- [Topic] management
- [Topic] examples
- [Topic] principles
- [Topic] strategy
- [Topic] systems
- [Topic] best practices
কীওয়ার্ড সম্পর্কিত অতিরিক্ত টিপস:
চেষ্টা করবেন কনটেন্টটিতে যত বেশি প্রশ্ন উত্তর দেয়া যায়। মানে ঐ কীওয়ার্ড সম্পর্কিত রিলিভেন্ট যত প্রশ্ন এর উত্তর আপনি কনটেন্ট এ দিতে পারেন ততই SERP রেজাল্টস এর জন্য ভালো।{alertInfo}
নোট: কীওয়ার্ড ম্যাপিং এর সময় আপনি খেয়াল রাখবেন যে keyword cannibalization হচ্ছে কিনা !!{alertWarning}
Thank you so much. ekhon theke niomito dekbo. ingshallah.
ReplyDeleteThank you so much
Delete