এসইও তে ২০২১ সালে যেই বিষয় গুলা আলোচিত থাকবে বা যেই বিষয় গুলা অবশ্যই মাথায় রাখবেন।
একটা কথা বলে নেয়া দরকার আসলে এসইও তে টিকে থাকতে হলে পড়াশুনা ছাড়া উপায় নাই। কারণ প্রতিনিয়ত কিছু না কিছু চেঞ্জ আসছেই। তাই এক্সপার্ট না হয়ে এসইও লার্নার হই। যত বেশি আপডেট থাকবেন তত বেশি ইনকাম বাড়াতে পারবেন।
{tocify} $title={এক নজরে দেখুন}
এসইও তে ২০২১ সালে যেই বিষয় গুলা আলোচিত এবং লক্ষ্য রাখবেন;
ইউসার এক্সপেরিয়েন্স।{alertInfo}
এর মধ্যে যেই গুলা খেয়াল রাখবেন;
- সাইট লোডিং স্পিড
- মোবাইল ফ্রেন্ডলি এবং রেস্পন্সিভ সাইট
সিমেন্টিক সার্চ।{alertInfo}
এর মধ্যে যেই গুলা খেয়াল রাখবেন;
- কনটেন্ট FAQ সেকশন রাখবেন
- রিডার ফ্রেন্ডলি কনটেন্ট লিখবেন
- যেখানে প্রয়োজন সেখানে স্ট্রাকচার ডাটা ব্যবহার করুন
- ইন্টারলিংক করুন
- কনটেক্সট অনুযায়ী কনটেন্ট অপ্টিমাইজ করুন।
কীওয়ার্ড থেকে সার্চ ইন্টেন্স বেশি কাজ করবে।{alertInfo}
এর মধ্যে যেই গুলা খেয়াল রাখবেন;
- ভিসিটর যেভাবে সার্চ দেয় ঐরকম সার্চ ইন্টেন্স ব্যবহার করা
- FAQ ন্যাচারাল কোয়ারি গুলা কনটেন্ট এ ব্যবহার করুন
লোকাল এসইও এর ক্ষেত্রে GMB অনেক বেশি গুরুত্বপূর্ণ।{alertInfo}
এর মধ্যে যেই গুলা খেয়াল রাখবেন;
- বিসনেস রিলেটেড প্রশ্ন গুলার উত্তর দিন।
- রেগুলার বিসনেস রিলেটেড পোস্ট শেয়ার করবেন
- সাইট GMB তে লিস্ট করুন
কোয়ালিটি কনটেন্ট এখনো কিং।{alertInfo}
- এইটা নিয়ে নতুন করে বলার নাই ,বহুবার বলসি
ভিডিও SERP রেজাল্টস এ ভালো করবে।{alertInfo}
- পডকাস্ট/ ইন্টারভিউ
- টপ টেন/টপ ফাইভ ভিডিও
- ওয়বেনিয়ার
জিরো ক্লিক সার্চ রেজাল্টস ভাল করবে বরাবরের মতন।{alertInfo}
তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন, আর আপনি চাইলে আমার অন্য ব্লগটিও ভিজিট করে দেখতে পারেন।
Gmb কি?
ردحذفGoogle my business 😊
حذف