Moz স্প্যাম স্কোর দেখে ব্যাকলিংক করা কি খুব বেশি জরুরি?

Moz স্প্যাম স্কোর দেখে ব্যাকলিংক করা কি খুব বেশি জরুরি?

Moz স্প্যাম স্কোর দেখে ব্যাকলিংক করা বা ডোমেইন ক্রয় করা কি খুব বেশি জরুরি?

অনেকেই আছেন যারা Moz ডোমেইন স্প্যাম স্কোর দেখে ব্যাকলিংক অথবা ডোমেইন ক্রয় করার সময় ডোমেইন স্কোর চেক করে থাকেন।

Moz স্প্যাম স্কোর দেখে ব্যাকলিংক

এখন কথা হচ্ছে এই স্কোর কতটা কাযকরী ?{alertWarning}

স্প্যাম স্কোর আসলে Moz এর নিজেস্ব একটা মেট্রিকস।

এটির উপর ভিত্তি করে আপনি লিংক করা বা ডোমেইন ক্রয় করার কোনো সিদ্ধান্ত নেয়াটা ভুল কারণ গুগল এখন আর স্প্যামি লিংক কাউন্ট করে না।

আরো দেখুনঃ কীওয়ার্ড ম্যাপিং কি এবং এসইও তে কতটা প্রয়োজন{alertSuccess}

এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি আমরা ব্যাকলিংক করা ক্ষেত্রে ও এক্সপায়ার্ড ডোমেইন কিনার ক্ষেত্রে কি আমরা স্প্যাম লিংক দেখবোই না ?

- উত্তর হচ্ছেঃ

স্প্যামি স্কোর না দেখে লিংক প্রোফাইল দেখবেন।
লিংক প্রোফাইল বলতে আপনাকে দেখতে হবে লিংক এর এংকর স্প্যামি বা কমার্শিয়াল কিনা ?

কমার্শিয়াল এংকর: যেই এংকর লিংক গুলা দিয়ে কোনো কিছু কেনা/বেচা সিদ্ধান্ত নেয়ার জন্য ঐ পেজ এ নিয়ে যায়। যেমনঃ best ABC Product/cheap product/top Product{alertInfo}

স্প্যামি এংকর: যেসকল সাইট এর কোনো কনটেন্ট নাই বা লো-কোয়ালিটি সাইট যেমনঃ স্ক্রেপার বা লিংক ডিরেক্টরি সাইট।{alertInfo}

এমন লিংক গুলা যদি আপনার সাইট এ হয়েও যায় তবে সেই ক্ষেত্রে আপনি গুগল disavow টুলস দিয়ে লিংক গুলা disavow করাটাই সেফ।

তাছাড়া কোনো সাইট এ এমন লিংক থাকলে ঐ সাইট থেকে লিংক করা থেকে বিরত থাকা ও না কেনাই উত্তম।

Never Spam Here 📵

إرسال تعليق (0)
أحدث أقدم