সফলতার উক্তি গুলো দেখুন

সফলতার উক্তি গুলো দেখুন -

সুখ হলো সফলতার চাবিকাঠি, আর সফল হতে হলে অবশ্যই আপনাকে কঠোর পরিস্রম করতে হবে। আর যদি আপনি ইন্টারনেট অনেক খুজাখুজির পরও ভালো ভালো সফলতার উক্তি বা স্ট্যাটাস না পেয়ে থাকেন। তাহলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আপনি সঠিক কাজ করেছেন।

কারণ আজকের এই পোষ্টটে আমরা সফলতার উক্তি, বানী নিয়ে আলোচনা করার পাশাপাশি আমরা অনেকগুলো সেরা সফলতার উক্তির লিষ্ট দিব।

{tocify} $title={উক্তির লিষ্ট দেখুন}

যেগুলো আপনি ফেসবুক স্ট্যাটাস, ইনস্টাগ্রাম স্ট্যাটাস হিসেবেও ব্যাবহার করতে পারবেন। তো চলুন শুরু করি।

আরো দেখুনঃ{alertInfo}
  • বাংলাদেশ ডাক বিভাগের চাকরি বিজ্ঞপ্তি
  • এয়ারটেল বেষ্ট মিনিট অফার

সফলতার উক্তি -

জীবনে সব মানুষই সফলতা অর্জন করতে চায়, কিন্তু সবার দ্বারা তা হয় না। অনেকে আবার প্রচুর পরিশ্রম করবও সফলতা পায় না। কারণ শুধু শ্রম দিয়েই সফল হওয়া যায় না, সফলতা পেতে হলে শ্রমের পাশাপাশি আপনার মাঝে থাকতে হবে - চেষ্টা , আত্মবিশ্বাস এবং ধৈর্য।

তাই বিখ্যাত ইসলামিক সফলতার উক্তি, বানী, স্ট্যাটাস, এসএমএস বা কবিতার সবচেয়ে বড় এবং লম্বা লিষ্ট পাচ্ছেন এখানে। তো এবার আমরা এক নজরে দেখে নেই সফলতার উক্তিগুলো।

সফলতার উক্তি

সফলতার উক্তির লিষ্টঃ


#1 : সাফল্য আসলে কাজ করে যাওয়ার সাথে সম্পর্কিত।
সফল মানুষেরা সব সময়ে কাজ করে যান,
তাঁরা ভুল করেন, কিন্তু কখনও সেই কারণে থেমে যান না...!

#2 : সফল মানুষেরা সাধারণত তাঁদের কাজের বিষয়কে পাগলের মত ভালোবাসেন!

#3 : সাফল্যের আগুন একা একা জ্বলে না। এটা তোমাকে নিজ হাতে জ্বালাতে হবে।

#4 : সাফল্য খুব সহজ ব্যাপার। সঠিক কাজটি সঠিক ভাবে ও সঠিক সময়ে করে ফেলো।

#5 : রাতারাতি সাফল্য বলতে কিছু নেই। মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে।

#6 : অন্যের সাফল্যের বদলে, অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করো। বেশিরভাগ মানুষ মোটামুটি একই রকম কারণে ব্যর্থ হয়, অন্যদিকে সফল হওয়ার অনেক কারণ থাকতে পারে।

#7 : অতীতের সাফল্য হয়তো তোমাকে ভবিষ্যতের ব্যর্থতার দিকে নিয়ে যাবে। কিন্তু তুমি যদি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো, তবে দিন শেষে তুমি একজন সফল হবেই।

#8 : সন্তানের সাফল্য চাইলে তাকে মাছ খেতে দেয়ার বদলে মাছ ধরতে শেখাও।

#9 : ব্যবসার জগতে তারাই সবচেয়ে বেশি সফল, যারা তাদের সবচেয়ে ভালোলাগার কাজটি করছে।

#10 : সাফল্য মানে ৯ বার পড়ে গিয়ে ১০ম বার উঠে দাঁড়ানো।

#11 : অসত্যের পথে সফল হওয়ার চেয়ে, সত্যের পথে ব্যর্থ হওয়াও ভালো।

#12 : সাফল্য তখনই আসে যখন একজন মানুষ তার নিজের ক্ষমতার পুরোটা কোনও কাজে বিলিয়ে দেয়।

#13 : মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার। কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে।

#14 : সাফল্য তখনই আসে, যখন একজন মানুষ তার নিজের ক্ষমতার পুরোটা কোনও কাজে বিলিয়ে দেয়।

#15 : সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো। সাফল্য এমনিই আসবে......!

#16 : সাফল্য ঘটে না, তাকে ঘটাতে হয়।

#17 : আমি মনে করি সাফল্য হলো তুমি যা করতে চাও। সেই বিষয়টি সবচেয়ে ভালো ভাবে করার চেষ্টা করে যাওয়া!

#18 : যদি তোমার সমালোচনা করার মত কেউ না থাকে।তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

#19 : সাধারণ সফল আর অসাধারণ সফলদের মধ্যে পার্থক্য হলো,অসাধারণ সফলদের ‘না’ বলার ক্ষমতাও অসাধারণ।

#20 : অন্যরা ছেড়ে যাওয়ার পরও দীর্ঘ সময় হাল ধরে রাখতে পারা সাফল্য অর্জন করার জন্য খুব বড় একটা ব্যাপার।

আশাকরি আজকের এই উক্তিগুলো আপনাদের অনেক অনেক পছন্দ হয়েছে। কোন উক্তিটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।

আর এরকম আরও উক্তি, বানী, স্ট্যাটাস, কবিতা কিংবা এসএমএস এর লিষ্টের জন্য আমাদের ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখতে পারেন। ধন্যবাদ।

1 Comments

Never Spam Here 📵

Post a Comment
Previous Post Next Post